হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নারীদের অবমাননা ইসরায়েলি সেনার, প্রতিশোধ নিল ফিলিস্তিনি যোদ্ধারা
২-৩ দিন আগে অবৈধ অভিযানের নামে এক ফিলিস্তিনি বাড়িতে ঢুকে নারীদের পোশাক পরে নোংরা তাচ্ছিল্য করেছিল ইয়ারন সেথ নামের এক ইহুদীবাদী দখলদার বাহিনীর অফিসার। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাকে খুঁজে বের করে আজ পরপারে পাঠিয়ে দিয়েছে।
এর আগেও ফিলিস্তিনি বিল্ডিং উড়িয়ে দিয়ে এক অফিসারের সোশাল মিডিয়াতে গর্ব করে ভিডিও প্রকাশের পুরস্কার এভাবেই দিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর আল-কাসসাম ব্রিগেড।